
গণিত উৎসব ২০২৩
অনলাইন আয়োজনে স্বাগত
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২৩-এর ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন। নিজের নাম অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করেও ফলাফল জানা যাবে। প্রত্যেকের ফলাফল নিজ নিজ প্রোফাইল থেকেও দেখা যাবে।
ফলাফল দেখুনগণিত উৎসব ২০২৩ আঞ্চলিক গণিত উৎসবের সময়সূচি
গণিত অলিম্পিয়াড নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ জানা যাবে online.matholympiad.org.bd/faq পাতা থেকে।
ইউজারনেম ভুলে গেলে online.matholympiad.org.bd/search অনুসন্ধান পাতা থেকে নাম লিখে তথ্য অনুসন্ধান করা যাবে।
অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে online.matholympiad.org.bd/passwordRecover ঠিকানা থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। এই পাতায় ৬ অঙ্কের ইউজারনেম লিখে সাবমিট করা হলে নির্ধারিত ইমেইলে পাসওয়ার্ড রিসেট করার ধাপগুলো জানিয়ে দেয়া হবে।
যোগাযোগ
যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাঙ্গে ইমেইলে যোগাযোগ করা যাবে। ইমেইল ঠিকানা হলো: support@matholympiad.org.bd। ইমেইল পাঠানো হলে অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, শ্রেণি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।